বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • বিনোদন
  • কন্ঠশিল্পী মামুনুলের নতুন দুটি গান মুক্তির অপেক্ষায়
  • কন্ঠশিল্পী মামুনুলের নতুন দুটি গান মুক্তির অপেক্ষায়

    আইয়ুব বাচ্চুর পর আহমেদ ইমতিয়াজ বুলবুলের স্মরণে আরো একটি অসাধারণ গান নিয়ে আসছে মিরসরাইয়ের উদীয়মান শিল্পী মামুনুল। ব্যান্ড মিউজিকের তারকাশিল্পী আইয়ূব বাচ্ছুকে শ্রদ্ধা জানিয়ে গেয়েছিলেন “সবার প্রিয় এবি”। তুমি আছ, তুমি থাকবে, থাকবে এল আরবি, সেই রূপালী গিটার ফেলে, অসময়ে কাঁদায় ছবি- এমন কথামালায় গানটি লিখেছেন গীতিকার আশিক বন্ধু। সজীব দাশের সুর ও সংগীতে অসাধারন গানটি গেয়েছেন মিরসরাইয়ের মামুনুল।এরই মধ্যে সিডি প্লাসের ব্যানারে আরো নতুন দুটি গান আহমেদ ইমতিয়াজ বুলবুলের স্মরণে ” সবকটা জানালা খুলে তুমি” ও “কে দেবে বৌ আমায়”।

    মামুনুল মিরসরাই কলেজের ছাত্র। পড়াশোনার পাশাপাশি হৃদয়ে লালন করে সংগীত। ছোটবেলা থেকেই গানের প্রতি অসীম মায়া মামুনের। মামুন বামুনসুন্দর দারেগার হাটের হজুমোল্লার বাড়ির মোঃ রফিকুল ইসলামের ছেলে।

    গানের জগতে কিভাবে আসা জানতে চাইলে মামুনুল জানায়, ছোটবেলা থেকে গানের প্রতি আলাদা একটি টান ছিলো আমার। মনের টান থেকেই শুরু করি সংগীত চর্চা। মামুনুল আরো বললেন, টাকার বিনিময়ে গান নয়, ভালো কথার গান গেয়ে, মানুষের ভালোবাসায় একজন নামকরা সংগীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।

    তার মৌলিক গানগুলো হলো, এ বুকের নরম প্রান্তরে, ভীষণ রকম ইচ্ছে করে, সবার প্রিয় এবি, পুরান প্রেমের পাপ, সবকটা জানালা খুলে তুমি, কে দেবে বৌ আমায়।

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!