শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • ছাগলনাইয়া
  • করোনা উপসর্গ নিয়ে ছাগলনাইয়ার এক নারীর মৃত্যু
  • করোনা উপসর্গ নিয়ে ছাগলনাইয়ার এক নারীর মৃত্যু

    ২৫০ শয্য বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ফেনীর ছাগলনাইয়ার চলিশোর্ধ্ব এক নারীর মৃত্যু ঘটেছে। মৃত্যুর পর কোভিড পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃতের বাড়ি ছাগলনাইয়া উপজেলার কাশিপুরে। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।

    ডাঃ ইকবাল জানান, আজ রবিবার (৩১ মে) দুপুরে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে এক নারী চিকিৎসার্থে ফেনী জেনারেল হাসপাতালে আসে। আইসোলেশন ওয়ার্ডে ভর্তির আধা ঘন্টা পরই তার মৃত্যু ঘটে।
    তিনি জানান, ফেনীতে আনার পূর্বে মৃত নারীকে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছিল বলে মৃত নারীর পরিবারের সদস্যরা জানায়।

    মৃত নারীর ছেলে জানান, পূর্ব থেকে শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল।তবে ঈদের পূর্বে শ্বাসকষ্ট বেড়ে গেলে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে ডাক্তার ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করতে বলে ছেড়ে দেয়। কিন্তু রোগী সুস্থবোধ করে বলে পুণরায় তাকে বাড়িতে ফিরে যায়। আজ হঠাৎ ফের শ্বাসকষ্ট বেড়ে গেলে ফেনী জেনারেল হাসপাতালে আনা হলে তার মৃত্যু হয়।

    পরে স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে তাকে বিশেষ ব্যবস্থায় দাফনের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!