মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • ফেনী >> ফেনী সদর
  • ফেনীতে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
  • ফেনীতে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

    ফেনীতে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) রাতে ফেনীর ২৫০ শর্য্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্যবিভাগ। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ইকবাল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, সদর উপজেলার ফাজিলপুর এলাকার ৬০ বছরের এক বৃদ্ধ জ্বর সর্দি কাশিসহ শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে ভর্তি ছিলেন।পরে রাতে হঠাৎ অবস্থার অবনতি হয়ে তিনি মৃত্যুবরণ করেন।একপর্যায় করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্যবিভাগ।

    অপরদিকে উপজেলার ধলিয়া ইউনিয়নের অলিপুর গ্রামে এক ব্যক্তি কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় জনিত করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরন করেন। রাতে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে উপসর্গ খাকায় করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করা হয়।

    আবাসিক চিকিৎসক (আরএমও) ইকবাল হোসেন জানান, তাদের বিশেষ ব্যবস্থায় জানাযা সহ দাফন দেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!