শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ ||
  • প্রচ্ছদ
  • ছাগলনাইয়া >> দাগনভূঞা >> পরশুরাম >> ফুলগাজী >> ফেনী >> ফেনী সদর >> সোনাগাজী
  • ফেনীতে করোনায় নতুন করে ৫৫ জন শনাক্ত: মোট আক্রান্ত ৪৬৬
  • ফেনীতে করোনায় নতুন করে ৫৫ জন শনাক্ত: মোট আক্রান্ত ৪৬৬

    ফেনী জেলায় নতুন করে আরও ৫৫ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৪শ ৬৬ জনের।আর মৃত্যু হয়েছে ৯ জনেরর।পাশাপাশি সুস্থ হয়েছেন ১শ ৫ জন।এদের মধ্যে জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সরকারি কর্মচারী, স্কুল ছাত্র রয়েছেন। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী । জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেন।

    স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ১৬ জন, সোনাগাজীতে ২৯ জন, পরশুরামে ৮ জন, ছাগলনাইয়ায় ২ জন রয়েছেন।এদের মধ্যে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তিনজন ইউপি সদস্য, ২ জন পুলিশ, ৩ জন স্বাস্থ্যকর্মী, একজন সরকারি কর্মচারী আছেন।জনপ্রতিনিধিরা সবাই পরশুরাম উপজেলার বাসিন্দা। এ উপজেলায় অপর চারজনের মধ্যে দুইজন স্বাস্থ্যকর্মী, একজন পুলিশের এএসআই, একজন স্কুল ছাত্র।সোনাগাজী উপজেলায় ২৯ জনের মধ্যে একজন স্বাস্থ্য বিভাগীয় কর্মী, একজন পরিসংখ্যানবিদ, একজন উপজেলা ভূমি কর্মকর্তা, তিনজন পুলিশ সদস্য। চরদরবেশ ইউনিয়নের দক্ষিন চরসাহাভিকারী এলাকায় স্কুল শিক্ষক সহ একই পরিবারের ৪ জন রয়েছেন। এছাড়া সোনাগাজী পৌরসভা এলাকায় ৫ জন, মতিগঞ্জ ইউনিয়নে ৭ জন, নবাবপুর ইউনিয়নে ২ জন ও ২ জন আমিরাবাদ ইউনিয়নে বাসিন্দা। তিনজন ফেনী জেনারেল হাসপাতালে নমুনা দিয়ে শনাক্ত হয়েছেন।ছাগলনাইয়া উপজেলায় আক্রান্ত ব্যক্তি শুভপুর ইউনিয়নের জয়পুর এলাকার বাসিন্দা। ফেনী জেনারেল হাসপাতালে নমুনা এ উপজেলার আরেকজন আক্রান্ত হয়েছেন।

    আরও পড়ুন

    error: Please Contact: 01822 976776 !!